ঢাবিতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চির সমাপ্তি ঘটল এবারের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে

0
540

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়ে গেল আজ শনিবার। এই পরীক্ষার মধ্য দিয়ে সমাপ্তি ঘটল আশির দশক থেকে চলে আসা ‘ঘ ইউনিট’ অধ্যায়ের।

বিংশ শতাব্দীর আশির দশক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা হয়ে আসছিল। এর মধ্যে ঘ ইউনিটের মাধ্যমে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তনের সুযোগ পেতেন শিক্ষার্থীরা। কিন্তু গত মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হবে চারটি ইউনিটে। থাকবে না সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট। এর সঙ্গে বদলে যাবে ইউনিটগুলোর নামও।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষায় নতুনভাবে ইউনিটগুলোর নাম হবে—বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 7 =